শেখ হাসিনা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ভারত সরকারের। তবে হাসিনা সরকারের পতনের পর আলোচনার কেন্দ্রে এখন বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ। ভারত কীভাবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রাখবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই।
বিভিন্ন মতামত থাকলেও, বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এনডিটিভিকে তিনি বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে দেশের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে মনে করলেও, দুই দেশের মধ্যে আগের স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত।
এনডিটিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক নির্ভরতার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে, জয়শঙ্কর ইউক্রেন যুদ্ধ এবং সেই বিরোধে মধ্যস্থতাকারী হিসেবে ভারতের সম্ভাব্য ভূমিকা, ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনির মন্তব্য, গাজা যুদ্ধ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের প্রথম ১০০ দিনে সিরিজ বিদেশি সফরের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন,
বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন,
যা হয়েছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আগের মতোই, আমাদের পক্ষ থেকে সম্পর্কটি আমরা স্থিতিশীল রাখতে চাই। আমাদের মধ্যে ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে... আমাদের জনগণের মধ্যেও সম্পর্ক ভালো... আমি সম্পর্কটা এমনই রাখতে চাই।
বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের কারণে গত মাসে বাংলাদেশ উল্লেখযোগ্য অস্থিরতা ও সহিংসতার সম্মুখীন হয়। যার ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। তিনি একটি সামরিক বিমানে ঢাকা থেকে পালিয়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে অবতরণ করেন।’
এতে আরও বলা হয়, শেখ হাসিনা বর্তমানে ভারতীয় গোয়েন্দা সংস্থার সুরক্ষা বলয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে।
গত মাসে জয়শঙ্কর ভারতীয় সংসদকে জানিয়েছিলেন, হাসিনার কার্যালয় ‘খুব স্বল্প নোটিশে’ দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিল।