নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

 

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ নিহত হওয়ার মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর আ স ম ফেরদৌস আলম গ্রেপ্তার হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-২।

র‍্যাব এক খুদে বার্তায় জানায়, আন্দোলনের সময় নিউমার্কেট এলাকায় গুলিতে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ মারা যান। সেই মামলায় এজাহারভুক্ত আসামি ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফেরদৌস।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বিকেল পাঁচটায় নিউমার্কেটের ১ নম্বর ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে কিছু আসামির যোগসাজশ ও উসকানিমূলক বক্তব্যে ও সরাসরি নির্দেশে নিরপরাধ মানুষের ওপর গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম উসমান, মো. আবু মূসা, মাঈনুদ্দিন, শাহাদাত হোসেন, আবির হোসেনসহ অনেক নিরস্ত্র ছাত্র–জনতা ও সাধারণ পথচারী আহত হন। এ সময় আবদুল ওয়াদুদ (৪৫) নিউমার্কেট থানাধীন প্রিয়াঙ্গন শপিং সেন্টারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ব্যবসায়ীর এক আত্মীয় আবদুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এরই মধ্যে এ মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post

Gadgets